Homeশিক্ষাঙ্গগন১৮ আগস্ট থেকে শুরু সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম

১৮ আগস্ট থেকে শুরু সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আগামী ১৮ আগস্ট (রবিবার) থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ আগস্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু হবে।

প্রধান উপদেষ্টা- এর অনুরূপ নির্দেশনায় প্রেক্ষিতে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি।

সবশেষ গত ৮ আগস্ট নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ওইদিন রাতে বঙ্গভবনে ১৪ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর দ্বিতীয় দফায় গত ১১ আগস্ট দুই উপদেষ্টা এবং মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও এক উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান।

এদিকে, নতুন সরকার গঠনের পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্তের কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version