Homeনারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ত্বকী হত্যাকান্ডসহ অনেক হত্যাকান্ডের বিচার হয় নাই- মুহাম্মদ গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকান্ডসহ অনেক হত্যাকান্ডের বিচার হয় নাই- মুহাম্মদ গিয়াসউদ্দিন

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময়  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহম্মেদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হিরাজিল, ১০ তলার মোড়, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পাসপোর্ট অফিসে এসে অবস্থান করেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা,ফতুল্লা থানা বিএনপিসহ বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পয়েন্ট গুলো থেকে যোগদান করেন।
বিক্ষোভ পূর্ব সভায় মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকান্ডসহ অনেক হত্যাকান্ড হয়েছে, যার আজও বিচার হয় নাই। এই সন্ত্রাসীরা এগুলো করেছে। আমি বর্তমান সরকারের কাছে বলতে চাই, নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকান্ড হয়েছে সেগুলোর তদন্ত করে আপনারা ন্যায় বিচার করুন। আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এই দেশে যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই সকল নির্যাতিত ব্যক্তিরা অন্যায়কারীর বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগীতা করতে চাই। দেশ নায়ক তারেক রহমান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার ন্যায় ভিত্তিক যে কাজ কর্ম করবে তাতে আমাদের সমর্থন থাকবে।
আওয়ামী লীগ সরকার যখন একটি অবৈধ নির্বাচনের ঘোষণা দেয়, আমাদের কথা ছিলো; কেউ এই অবৈধ নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে মেয়র পদে, অনেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়েছে। তারা এই বিজয়কে পুঁজি করে, তারাও আজকে আনন্দ উৎসব করতেছে। তারা নির্লজ্জ বেহায়া। তাদেরকে প্রত্যাখ্যান করবেন। আমার দলের কোন নেতাকর্মী যদি মেয়র, চেয়ারম্যান, মেম্বারদের সাথে যোগসাজস করেন, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন,  ফতুল্লায় যারা আমার নেতাকর্মীর উপর অস্ত্র উচিয়ে হামলা করেছে, শামীম ওসমানের দোসর হিসেবে সেখানে কাজ করেছে, উপজেলা চেয়ারম্যানের পদ পেয়েছে; তারা আজ আমাদের নেতাকর্মীদের ডাকে। তাদেরকে প্রতিহত করতে হবে। আমার দলের যে নেতাকর্মীরা সেখানে যাবে, তাদের দল থেকে বহিস্কার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version