ফুসফুসজনিত রোগ নিয়ন্ত্রণে আনতে সরকারি বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব ফুসফুস দিবস-২০২৪ উপলক্ষ্যে সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে যুগান্তর ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ কথা বলেন। গোলটেবিল বৈঠকের প্রতিপাদ্য ছিল, ‘বিশুদ্ধ বায়ু ও সুস্থ ফুসফুস সবার জন্য’।
বায়ুদূষণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে বাড়ছে বক্ষব্যধিতে আক্রান্ত রোগীর সংখ্যা। শ্বাসকষ্ট, হাঁচি-কাশি, বুকে ব্যথা, জ্বরসহ নানা উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। মরণব্যাধি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসা ব্যয় বহন করতে না পারায় জীবনের মায়া ছেড়ে চিকিৎসা থেকে দূরে যাচ্ছেন কেউ কেউ। এ অবস্থায় ফুসফুসজনিত রোগ নিয়ন্ত্রণে আনতে সরকারি বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের দাবি, বক্ষব্যাধিতে যক্ষ্মা এবং ফুসফুসের ক্যানসার দুটি গুরুত্বপূর্ণ রোগ। যথাযথভাবে সঠিক সময়ে চিকিৎসা নিলে ওষুধে সুস্থ হয়। কিন্তু কখনো কখনো যক্ষ্মায় ফুসফুসের ভেতরের ক্যাভিটি বা গর্ত তৈরি হয়। এটা জটিলতা তৈরি করলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এছাড়া এমডিআর টিবি বা ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় ওষুধে নির্মূল করা না গেলে এবং কাশির সঙ্গে রক্তপাত হলেও অস্ত্রোপচারের দরকার হয়। ফুসফুসের ক্যানসারের রোগীদের ক্ষেত্রেও সার্জারির দরকার হয়।
বৈঠকে আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (নাক-কান-গলা বিশেষজ্ঞ) অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. আলী হোসেন, থোরাসিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া, সাবেক সহকারী অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বেননূর, সহকারী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সহকারী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, সহাকারী অধ্যাপক ডা. মামুনুর রশিদ, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. এসএম আব্দুল্লাহ আল মামুন, যুগান্তরের স্বাস্থ্য পাতার সম্পাদক ডা. ফাহিম আহমেদ রুপম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) শফিকুজ্জামান। গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহাকারী অধ্যাপক ডা. জিয়াউল করিম।