Saturday, April 19, 2025
Homeরাজনীতি১৫ আগস্ট নেতাকর্মীদের ঢাকা এসে বঙ্গবন্ধু ভবনে ফুল দেয়ার নির্দেশ শেখ হাসিনার

১৫ আগস্ট নেতাকর্মীদের ঢাকা এসে বঙ্গবন্ধু ভবনে ফুল দেয়ার নির্দেশ শেখ হাসিনার

আগামী ১৫ আগস্ট নেতাকর্মীদের ঢাকা এসে বঙ্গবন্ধু ভবনে ফুল দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, সবাইকে ঢাকা আসতে হবে। মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে। গত শুক্রবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে মোবাইল ফোনে এই নির্দেশনা দেন তিনি। আওয়ামী লীগের একাধিক সূত্র এই কথোপকথনের বিষয়টি নিশ্চিৎ করেছে। এতে আওয়ামী লীগ সভাপতিকে আরও বলতে শোনা যায়, নেতাকর্মী যাদের ওপর হামলা হয়েছে, যাদের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে, তারা যেন থানায় গিয়ে অভিযোগ (সাধারণ ডায়েরি-জিডি) করেন। পুলিশ কর্মক্ষেত্রে (থানায়) ফিরেছে কিনা, এ বিষয়টিও তিনি ফোনালাপে জানতে চান।

খবর অনলাইন সংবাদের।এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সংবাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন তারা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments