Homeরাজনীতিএকটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়- রিজভী

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়- রিজভী

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদিয়ে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, গবেষণাবিষয়ক সম্পাদক শামিমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেছেন, নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার, সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়।
বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে তারা (আওয়ামী লীগ) কেটে টুকরা টুকরা করে নিজেদের মতো করে একটা মুড়ির ঠোঙা বানিয়েছে। মানে, ওই ঠোঙা থেকে তিনি যখন মনে করবেন মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দেবেন।’ তিনি বলেন, এখন এই সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া দরকার, সেই সব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে অবাধ, সুষ্ঠু নির্বাচন করা প্রয়োজন।
ভারতের ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ংকর রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে, বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না। কারণ, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ সম্পর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন।

Exit mobile version