নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে তদন্ত কারী সংস্থা ব়্যাব। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয় জামশেদকে৷ তাকে জিজ্ঞাসা বাদের জন্য র্যাব ৭ দিনের রিমান্ড আবেদন করে, বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন৷ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
এর আগে ভোড়ে তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত তিন দিনে চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। জামশেদ ছাড়াও মঙ্গলবার মোঃ শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নেয় তদন্ত সংস্থাটি৷ ত্বকী হত্যায় জড়িত আজমেরীসহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।