Homeপ্রধান খবরবাংলাদেশী শীক্ষার্থীর মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

বাংলাদেশী শীক্ষার্থীর মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।
হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন।
সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী শ্রী জয়ন্ত কুমার সিংহ নিহত হয়। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version