Homeআইন অপরাধছাত্রদের মৃত্যু নিয়ে কটাক্ষ করা সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

ছাত্রদের মৃত্যু নিয়ে কটাক্ষ করা সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।
২০১৮ সালের ঘটনা। দুই বাসের রেষারেষিতে প্রাণ হারান রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। সে সময় সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে কটাক্ষ করে ব্যাপক সমালোচিত হন সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version