Homeনারায়ণগঞ্জস্ব পরিবারে দেখা মিলল গা ঢাকা দেয়া শামীম ওসমানের

স্ব পরিবারে দেখা মিলল গা ঢাকা দেয়া শামীম ওসমানের

অবশেষে দেখা মিললো শামীম ওসমানের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতিহত করতে বিভিন্ন স্পটে শামীম ওসমানকে অস্ত্রহাতে ও তার ছেলে অয়ন ওসমানসহ অনুসারীদের গুলি ছোঁড়ার দ্শ্য ভািরাল হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অন্তত ৩০টি হত্যা মামলায় শামীম ওসমান,তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকে আসামী করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, গা ঢাকা দেন মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও স্বপরিবারে গা ঢাকা দেন। দেখা মিলছিলো না এতদিন।
তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। তবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে দেখা মিলল শামীম ওসমানের। তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।
ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানাগেছে।
ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।
সবশেষ গত ৩ আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায়। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version