Homeনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে পিটিয়ে মারাত্মক...

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে পিটিয়ে মারাত্মক আহত করেছে দলের প্রতিপক্ষরা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ বিএনপির লোকজন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত আবু আল ইউসুফ টিপু অভিযোগ করেন, শুক্রবার বিকেলে  শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দরে উপজেলার এলাকায়  বিএনপি’র একটি অনুষ্ঠানে যোগদানের জন্য অটো রিক্সা যোগে যাচ্ছিলেন। অটোরিকশাটি নবীগঞ্জ এলাকায় গেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা সৌরভ ও রাজীবের নেতৃত্বে একদল লোক অটোরিকশা থামিয়ে হামলা চালায়। একপর্যায় তাকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠি সোঠা  দিয়ে থেকে  বেধড়ক পিটুনি দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে বন্দরের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়।
টিপু অভিযোগ করেন তাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও সাবেক সংসদ সদস্যের ছেলে আবুল কাওসার আসার লোকজন তাকে মারধর করেছে।
নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের কাউন্সিলর  আবুল কাওসার আশা টিপুকে মারধরের অভিযোগ  অস্বীকার করেন।
বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আতাউর রহমান মুকুল টিপুকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন,মারধরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তিনি বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আওয়াল ইউসুফ খান টিপু মিলে আমার বিরুদ্ধে ছাত্র বৈষম্য আন্দোলনের ঘটনায়  সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দিয়েছে । আমি বিএনপির রাজনীতি করি তারপরও তারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এই মামলা করিয়েছে  বলে তিনি অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version