Homeআইন অপরাধসুপ্রিম কোর্টে ৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টে ৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

রাষ্ট্রপক্ষের হয়ে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া আরও ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকা-

আর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version