Sunday, November 24, 2024
Homeআইন অপরাধআড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ...

আড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮১ জনের বিরিদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা বাবুল মিয়া হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান,নজরুল ইসলাম বাবুসহ ১৩১ জনের নাম উল্লেখকরে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহত বাবুল মিয়া আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায়

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসান উল্লাহ্ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত ও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান ১৩১ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বিএনপি নেতা নুরুল আমিন উল্লেখ করেন, ৪ আগস্ট বেলা ১১টার দিকে বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। সেখান থেকে ফেরার পথে দুপ্তারা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় পৌছলে উল্লেখিত আসামীদের নির্দেশে বাবুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন। তাঁকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ নিয়ে জেলায় মোট ৮টি মামলার মধ্যে ৭টি মামলায়ই শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments