Thursday, August 21, 2025
Homeনারায়ণগঞ্জবিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ড প্রাপ্ত পালাতক সাইফুল গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ড প্রাপ্ত পালাতক সাইফুল গ্রেপ্তার

কাশিমপুর  কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী সিপাহী মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।
র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিজ্ঞপ্তিতে জানান, চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী সিপাহী মোঃ সাইফুল ইসলাম ০৫ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর জেলার  কোতয়ালী মডেল থানার বসুন্দিয়া এলাকায় র‍্যাব ১১ ও ৬  বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ সাইফুল ইসলাম (৩৭) বিডিআর বিদ্রোহ মামলার মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী। সে  পিলখানায় সংগঠিত হত্যাকান্ডের মামলায় ২০০৯ সালের এপ্রিলের ০৩ তারিখে লালবাগ থানা এলাকা থেকে  র‌্যাব-২ কর্তৃক গ্রেপ্তার হন। ওই মামলায় ২০১৩ সালের ডিসেম্বরে মৃত্যুদন্ডের রায় হয় তার বিরুদ্ধে। রায়ের পর গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। চলতি বছরেরর ৫ আগষ্ট  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতিতে কারাগার হতে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।
গ্রেপ্তার কৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments