Homeআইন অপরাধপুলিশের ৭৩ কর্মকর্তাকে একযোগে ডিআইজি পদে পদোন্নতি ; ডিএমপির ৩২ কর্মকর্তাকে ঢাকার...

পুলিশের ৭৩ কর্মকর্তাকে একযোগে ডিআইজি পদে পদোন্নতি ; ডিএমপির ৩২ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

পুলিশের ৭৩ জন কর্মকর্তাকে একযোগে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে সরাসরি দুই ধাপ পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুই প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নিয়ম অনুযায়ী জননিরাপত্তা বিভাগে যোগ দেবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল চলছে। শনিবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একই দিন ডিএমপির উপকমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) (অ্যাডমিনিস্ট্রেশন) মো. কামরুল আহসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়।
এর আগে ১৭ আগস্ট ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৬ আগস্ট চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
গত ৭ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এলিট এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে। গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version