Homeঅর্থনীতিব্যাংক থেকে টাকা তোলার সীমা বাড়লো

ব্যাংক থেকে টাকা তোলার সীমা বাড়লো

নিরাপত্তাজনিত কারণে একজন গ্রাহক ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি তুলতে পারবেন না। আগে এ পরিমাণ দুই লাখ থাকলেও রোববার থেকে শুরু হতে যাওয়া নতুন সপ্তাহে এর পরিমাণ বাড়ানো হলো।
শনিবার বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চেকের মাধ্যমে তিন লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।
এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার দিন দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।
একইসাথে সে সময় চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করতে বলে কেন্দ্রীয় ব্যাংক। পরে গত সপ্তাহে নগদ তোলার সুযোগ বাড়িয়ে সর্বোচ্চ ২ লাখ টাকা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version