Homeনারায়ণগঞ্জআজমেরী ওসমানের খোঁজে বরিশালের সহকারি পুলিশ কমিশনার ও কুমিল্লার জেলারের বাসায় সেনা...

আজমেরী ওসমানের খোঁজে বরিশালের সহকারি পুলিশ কমিশনার ও কুমিল্লার জেলারের বাসায় সেনা অভিযানের দাবী রফিউর রাব্বীর

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি দিয়েছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। এর প্রেক্ষিতে শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, ইট খুলে আনার হুমকি আপনি দিবেন কেন ? কি বুঝাতে চান ? বর্তমান এই সরকারকে বিতর্কিত করতে যাবেন না। আপনাদের দলের অনেকেই কিন্তু এই পনেরো বছর ওসমান পরিবারের সাথে ছিলেন। তিনি বলেন, আজমেরী ওসমান তার বোনের স্বামী বরিশালের সহকারি পুলিশ কমিশনার ইফতেখারের সহায়তায় নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে। ইফতেখারের ভাই মাহবুব কুমিল্লা জেলের এখনো দায়িত্ব পালন করছে। আজমেরী ওসমানের খোঁজে এই দুই কর্মকর্তার বাড়ি ঘরে সেনাবাহিনীকে অভিযান চালানোর আহবান জানিয়ে তিনি বলেন, যদি তাদের পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয় তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দাড়াতে বাধ্য হবো।
শুক্রবার সন্ধা ছয়টায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। গনঅভ্যুত্থানে নিহত ৩৪ শিশুর স্মরনে ‘হৃদয়ে নিয়েছো ঠাই’ শীর্ষক গান কবিতা ও কথার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল। আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম , জেলা খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, গঙ্গা ফরিং শিশু সংগঠনের পক্ষ থেকে হিয়া আহমেদ।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি অনুষ্ঠানে আরো বলেন, আমরা শুনেছি শেখ হাসিনার পদত্যাগের আগের দিন আজমেরী ওসমান তার বোনের স্বামী বরিশালের সহকারি পুলিশ কমিশনার ইফতেখারের সহায়তায় নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে। এই ইফতেখারের ভাই মাহবুব কুমিল্লা জেলের এখনো দায়িত্ব পালন করছে। নারায়ণগঞ্জ শহরে তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে। বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নাম্বার ওয়ার্ডে তাদের শত বিঘা সম্পত্তি রয়েছে। জোর জবস্তি করে জমি দখল করেছে। একজন জেলার কিভাবে শত হাজার কোটি টাকার মালিক হতে পারে ? এই পরিবর্তনের পরে কিভাবে সে জেলার হিসেবে দায়িত্ব পালন করে ? এই সমস্ত ব্যাক্তির বাড়িতে আজমেরী ওসমান থাকতে পারে। আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, দ্রæত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন। যদি তাদের পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয় তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দাড়াতে বাধ্য হবো।
জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দীর্ঘ সময় তাদের পাহাড়া দিয়ে রেখেছেন। নারায়ণগঞ্জের এসপি প্রকাশ্যে বলেছেন, আমি ছাত্রলীগের ক্যাডার। মানুষের টাকায় আপনি বেতন পান আর আপনি বলেন আপনি ছাত্রলীগের ক্যাডার ? মানেটা কি ? আপনি এখনো নারায়ণগঞ্জের এসপি! শেখ হাসিনার এই যে সহযোগিরা রয়েছে, লাঠিয়াল বাহিনী রয়েছে এদের বিরুদ্ধে তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আজমীর ওসমানের ক্যাডাররা জাকির খানের দলের ভীড়ে গেছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলে ভীড়ে গেছে। ফলে সতর্ক থাকতে হবে। আমরা গতকাল দেখলাম যে বিএনপি’র একজন বললেন, একজনের বাড়ির ইট খুলে আনবেন। কেন ? ইট খুলে আনার হুমকি আপনি দিবেন কেন ? আপনি কি বুঝাতে চান ? যদি কেউ দুর্নীতি করে থাকে সেখানে অভিযোগ করেন। এখন আর শেখ হাসিনার দুর্নীতি দমন কমিশন না স্বাধীন দুর্নীতি দমন কমিশন। অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে। বাড়ির ইট খুলে আনার অধিকার আপনাকে কে দিলো ? বর্তমান এই সরকারকে বিতর্কিত করতে যাবেন না। আপনাদের দলের অনেকেই কিন্তু এই পনেরো বছর ওসমান পরিবারের সাথে ছিলেন, আমরা দেখেছি। আপানাদের অনেকেই সেলিম ওসমানের মঞ্চে উঠে হাততালি দিয়েছেন, আমরা দেখেছি। ২০১৬ সালের সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় আপানারা কেউ কেউ শামীম ওসমানের কাছ থেকে দুই কোটি চার কোটি টাকা নিয়েছেন। আপনাদের বক্তব্যের ভিত্তিতেই আমরা এসব জেনেছি।
উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির এক কর্মসূচিতে বক্তব্য প্রদানের সময় মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুমকি দেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version