Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিক খবরইরানের হামলা থেকে ইসরাইলকে বাঁচাতে পারে কেবল গাজায় যুদ্ধবিরতি

ইরানের হামলা থেকে ইসরাইলকে বাঁচাতে পারে কেবল গাজায় যুদ্ধবিরতি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকে কেন্দ্র করে শুরু হয়েছে ইসরাইল-ইরানের মধ্যে উত্তেজনা। এজন্য ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে তেলআবিবকে এ হামলা থেকে বাঁচাতে পারে কেবল গাজায় যুদ্ধবিরতি বলে জানিয়েছেন ইরানের তিনজন সিনিয়র কর্মকর্তা। তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। তবে এর জন্য ইসরাইল এখনও দায় স্বীকার না করলেও ইরান তেলআবিবকেই দায়ী করছে।
এজন্য ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে তিনজন সিনিয়র ইরানি কর্মকর্তা এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানিয়েছেন, চলতি সপ্তাহে ইসরাইল-গাজার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি এ যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা হয়, তবে ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকবে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি ব্যর্থ হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মতো ইরানও ইসরাইলে সরাসরি হামলা চালাবে।
তবে ইরান ঠিক কতদিন ইসরাইল-গাজার যুদ্ধবিরতির আলোচনার জন্য অপেক্ষা করবে তা স্পষ্ট করেনি সংশ্লিষ্ট সূত্র।
এদিকে হিজবুল্লাহর দুটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তেহরান ইসরাইল-গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার একটি সুযোগ দিচ্ছে। তবে তেহরান অবশ্যই ইসরাইলের বিরুদ্ধে হানিয়া হত্যার প্রতিশোধ নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments