ইয়ান বেলকে ইংল্যান্ড সফরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ পর্যন্ত তিনি কাজ করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেলকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘সেখানকার কন্ডিশনের ব্যাপারে জ্ঞান দিয়ে খেলোয়াড়দের সহায়তা করতে আমরা ইয়ানকে নিয়োগ দিয়েছি। তাঁর ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের বিশ্বাস, তাঁর ইনপুট এ গুরুত্বপূর্ণ সফরে আমাদের দলকে সহায়তা করবে।
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট। এর আগে ১৬ আগস্ট থেকে বেল কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে।
২০২০ সালে ক্রিকেট খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত বেল। এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ পুরুষ দল ও ইংল্যান্ড লায়নস (‘এ’ দল) দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ১১৮ টেস্টে ৭৭২৭ রান করা ও ২২টি সেঞ্চুরির মালিক বেল। এ ছাড়া বিগ ব্যাশের দল বিগ ব্যাশের সহকারী কোচ, কাউন্টি দল ডার্বিশায়ারের পরামর্শক এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।