Homeআইন অপরাধ১২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ শুরু

১২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ শুরু

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ সোমবার ১২ আগস্ট থেকে সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আমি এতদ্বারা নির্দেশ করছি যে ,আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হলো।
এই বেঞ্চগুলোর মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। বেঞ্চগুলো হলো- বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান (রিট), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানী বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি) এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ (দেওয়ানি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version