Homeজাতীয়আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহবান সজীব ওয়াজেদ জয়ের

আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহবান সজীব ওয়াজেদ জয়ের

আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একটি গণতান্ত্রিক, সুশৃঙ্খল, নিরাপদ ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় জয় এসব কথা বলেন।
ভিডিও বার্তায় জয় বলেন, ‘আমরা বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও বার্তায় জয় বলেন, বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশেই ভাঙচুর ও লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে, অনেককে হত্যা করা হয়েছে।
এ পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক ও সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।
আওয়ামী লীগকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু পরিবার প্রস্তুত—মন্তব্য করে শেখ হাসিনার একমাত্র পুত্রসন্তান জয় বলেন, আমরা বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না।আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জয় বলেন, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদের, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। জয় আরো বলেন, বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলব, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদমুক্ত। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স (সহিংসতা) বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এর পর ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন জয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version