Homeপ্রধান খবররাতে বাড্ডা থানা ছেড়ে গেছে পুলিশ, এখনো চলছে লুটপাট

রাতে বাড্ডা থানা ছেড়ে গেছে পুলিশ, এখনো চলছে লুটপাট

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ১৭ নম্বর রোডে বাড্ডা থানা ভবনের অবস্থান। স্থানীয় লোকজন জানান, ভাড়া বাসায় বাড্ডা থানার কার্যক্রম চলে আসছিল। গতকাল সারা দিন থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত থানার কাছ থেকে ব্যাপক গুলির শব্দ শুনতে পান তাঁরা। পরে পুলিশ থানা ছেড়ে যায়। দিবাগত রাত তিনটার পর লোকজন থানার ভেতরে প্রবেশ করে। তারা লুটপাট চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ সদস্যদের থাকার মেস। সকাল থেকে আবার লুটপাট শুরু হয়।

 

 

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে শতাধিক লোক থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতর থেকে যে যার মতো জিনিসপত্র লুটপাট করে বেরিয়ে যায়। কাউকে কাউকে থানার সামনের মেসের গ্রিল খুলতে দেখা গেছে।

রাজধানীর বাড্ডা থানায় এখনো লুটপাট চলছে। গতকাল সোমবার দিবাগত রাতেই থানা ছেড়ে যায় পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা থানার ভেতরে থাকা আসবাব, ল্যাপটপ, কম্পিউটারসহ জরুরি কাগজপত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version