Sunday, July 6, 2025
Homeঅন্যান্য খবরছাত্র আন্দোলনে আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশী

ছাত্র আন্দোলনে আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ছাত্র–জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে থাকা কিছু ব্যক্তির বিদেশি নাগরিক হওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে,’ হুঁশিয়ারি দেন তিনি।
তাজুল আরো বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আরও তদন্ত হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments