Sunday, November 24, 2024
Homeজাতীয়ফখরুল-প্রণয় বৈঠকে ; পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ

ফখরুল-প্রণয় বৈঠকে ; পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ

তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে ভারতকে আহ্বান জানিয়েছে বিএনপি।
রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।
বিএনপি মহাসচিব জানান, ভারতের হাইকমিশনার বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা।
তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।
মির্জা ফখরুল বলেন, ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী থাকলেও রবিবার তিনি অনুপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments