ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল। তার বিরুদ্ধে এরইমধ্যে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
ছাত্র-জনতার গণ আন্দোলনের জেরে গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরুর কথা জানায় দুর্নীতি দমন কমিশন।
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার
RELATED ARTICLES