নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর ৬ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। গ্রপ্তারকৃতরা হলো মোঃ শাফায়েত হোসেন শিপন,মামুন মিয়া ও মোঃ কাজল হাওলাদার।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান,ত্বকী হত্যা মামলায় এর আগে গ্রেপ্তারকৃত ভ্রমর ও লিটনের দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে মামুন,শাওন ও কাজলের নাম রয়েছে। তারই প্রেক্ষিতে এই তিন জনকে গ্রেপ্তার করে র্যাব ১১। গ্রেপ্তারের পর সোমবার ও মঙ্গলবার দুই দিনে আদালতে প্রেরণ করা হয় আসামীদের। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। শুনানি শেষে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রত্যেককে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
র্যাব জানায়,০৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলার চাষাড়া এলাকা থেকে মোঃ শাফায়েত হোসেন শিপনকে , কালিবাজার এলাকা থেকে মামুন মিয়া ও ০৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মোঃ কাজল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে, ০৯ সেপ্টেম্বর শিপন ও মামুন কে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ০৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং ১০ সেপ্টেম্বর কাজলকে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ০৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।