Sunday, November 24, 2024
Homeরাজনীতিফ্যাসিবাদের প্রতিধ্বনি বিএনপির কর্মকাণ্ডে শুনতে পাচ্ছি-নুর

ফ্যাসিবাদের প্রতিধ্বনি বিএনপির কর্মকাণ্ডে শুনতে পাচ্ছি-নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপিসহ ৪২টি দল আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয় ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতাকর্মীদের চেহারার বদল দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা তাদের কর্মকাণ্ডে শুনতে পাচ্ছি। শুক্রবার বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে নুর এসব কথা বলেন।
নুর বলেন, কথা পরিষ্কার- বিএনপি যদি দেড় দশকের আন্দোলন উপলব্ধি করে জাতীয় সরকার করে আমাদের মূল্যায়ন করে, তবেই তাদের সঙ্গে জোট হবে। নচেৎ বিকল্প শক্তি নিয়ে বিকল্প জোট অথবা গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে।
নুরের দাবি, সংসদ কার্যকর করা এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে, তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব রাখতে হবে।
তিনি মনে করেন, এককভাবে কোনো দল ক্ষমতায় গেলে স্বৈরাচার, ফ্যাসিবাদ হয়ে যায়। তাই এককভাবে কাউকে আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
বিএনপি এখনই বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে অভিযোগ করে নুর বলেন, আজও অনুষ্ঠানে আসার পথে গলাচিপার আমখোলায় আমাদের নেতাকর্মীদের বাধা দিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments