Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিক খবরসরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে-জয়শঙ্কর

সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে-জয়শঙ্কর

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। কিন্তু সরকারে যে থাকে, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।

শুক্রবার দিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেয়ার সময় তিনি এসব কথা জানান। এ সময় তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে নিয়ে আলোচনা করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনানড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (ভিআইএফ)।

অনুষ্ঠানে বাংলাদেশ ইস্যুতে কথা বলার সময় জয়শঙ্কর বলেন, আমাদের এটা স্বীকার করতে হবে যে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়ে থাকে। স্পষ্টতই এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থের ব্যাপারটা দেখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাবদল সব ওলটপালট করে দিতে পারে। কিন্তু ভারতকে একটি ক্ষেত্র খুঁজে বের করতে হবে, যেখানে দুই দেশেরই স্বার্থ জড়িত। প্রতিবেশীরা সর্বদা একটি ধাঁধা… আমাকে বলুন তো, এমন কোন দেশ আছে যেখানে প্রতিবেশীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা নেই?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দু’দেশের সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে। যখন যে সরকার থাকবে, তার সঙ্গেই আমরা কাজ করব, সেটাই স্বাভাবিক। তবে আমাদের এটাও স্বীকার করতে হবে যে, রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে এবং সেটা অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। এখানে আমাদের অবশ্যই পারস্পরিক স্বার্থের বিষয়টা দেখতে হবে।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা এখনো তিনি ভারতেই রয়েছেন, যদিও তাকে ফিরিয়ে দেয়ার দাবি উঠেছে বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরপরই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দুজনের ফোনালাপ হয়। এ সময় ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments