১১ বছর আগে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নির্বিচারে গুলি’র ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বাংলাদেশ পিপল পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি ২০১৩ সালের পাঁচ মের ওই ঘটনায় রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবী অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে মামলা তদন্তের জন্য মতিঝিল থানাকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকি আল ফারাবীর আদালতে এই মামলা করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা হয়েছে। এরমধ্যে আটটি হত্যা, একটি অপহরণ এবং মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দুটি মামলা হয়েছে।
হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলির অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
RELATED ARTICLES