Friday, November 22, 2024
Homeআইন অপরাধরবিবার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু

রবিবার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আগামী রবিবার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হবে। আইন, বিচার ও মানবাধিকার বিষযক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কমিটি ও সদস্যরা বুধবার (১৪ আগস্ট) তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। এলআরএফ’র পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান বিচারপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
বিচার বিভাগ নিয়ে এক কথায় আপনার স্বপ্ন কি জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা। কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি হয়ে থাকলে সেটাকে ঠিক করতে হবে।’
বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রের অনির্বাচিত অঙ্গ। তাই আমি মনে করি, সব ক্ষেত্রে জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা থাকাটা জরুরি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা এখনও রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে। এটা নিষ্পত্তি হলে সব কিছু সুরাহা হবে। আগামী রবিবার থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে।’
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশরাফ-উল-আলমের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিুবল ইসলাম হাবিব, প্রশক্ষিণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মুহাম্মদ ইয়াছিন ও সাকিল আহমাদ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, সাবেক সভাপতি আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সিনিয়র সদস্য বিকাশ নারায়ন দত্ত, সাজিদ হক, মিল্টন আনোয়ার, মহিউদ্দিন ফারুক ও আয়াতুল্লাহ আকতার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments