অধ্যাপক ড. মো. নূরুল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন । মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। ২০২২ সালে উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নূরুল আলম। সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের গণ আন্দোলনে প্রশ্নবিদ্ধ ভূমিকার জন্য তিনি প্রশ্নবিদ্ধ হন। ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মো. নূরুল আলমেরও পদত্যাগের দাবি ওঠে।