Friday, November 22, 2024
Homeঅর্থনীতিদুইদিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দুইদিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দেশের উদ্ভূত পরিস্থিতিতে দুইদিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয় চারদেশের বাংলাবান্ধা স্থলবন্দরে।
এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানি হয়ে থাকে। আমদানি-েরপ্তানি শুরু হওয়ার পর ভারত থেকে পাথর এবং নেপালে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে দুইদিন পর আবারও স্থলবন্দর সচল হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে।’
এরআগে কারফিউর মধ্যেও স্বাভাবিক ছিল পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশনের কার্যক্রম। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ থেকে চারদেশের নাগরিকরা যাতায়াতসহ পণ্য আমদানি রপ্তানি হতো। কিছুদিন আগেও বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ মানুষ যাতায়াত করলেও। কারফিউ এর সময় যাতায়াত করছেন ১৮০ থেকে ২০০ জন।
দেশের একমাত্র চারদেশীয় ইমিগ্রেশন বাংলাবান্ধা-ফুলবাড়ি চেকপোস্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরাও যাতায়াত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments