Saturday, November 23, 2024
Homeনারায়ণগঞ্জসাংবাদিক বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ

সাংবাদিক বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও মানজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সোমবার বিকালে প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়। প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি মানবাধিকার সংগঠন ‘অধিকার’র নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রোববার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। আমরা এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজশে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যিনি উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানি করার জন্য হত্যা মামলায় সাংবাদিক রবিনকে জড়িয়েছেন অবিলম্বে ওই মামলা থেকে তার নাম প্রত্যাহার করাবেন।

বন্দর প্রেসক্লাবের নিন্দ:

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন এক বিবৃতিতে জানান, বিল্লাল হোসেন রবিন একজন স্বচ্ছ ও পেশাদার সাংবাদিক। তিনি দীর্ঘ দিন ধরে দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনটিভির জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে।

রাজনৈতিক মহলের স্বার্থ হাসিল ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধ কর্মকান্ডের সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতে কতিপয় রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই হত্যা মামলায় জড়ানো হয়। যা খুব দু:খ জনক। আমরা অনতিবিলম্ব সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments