Friday, November 22, 2024
Homeঅর্থনীতিটেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত

টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত

ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০০ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

রোববার সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ হতে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ব্যাংক খাতের অনিয়ম নির্ধারণসহ খাতের সার্বিক পরিস্থিতি জানতে এবং টেকসই উন্নয়নের স্বার্থে অর্থনীতিবিদ ও গবেষকদের ব্যাংক কমিশন গঠনের দাবি অনেক দিনের। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিতও ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম বাজেট উপস্থাপনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিলেও পরে তা বাস্তবায়ন হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারপ্রধানের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একইসঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির সুফল পেতে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments