সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের অবসানের পর থেকেই জল্পনা কল্পনা চলছিল ১৫ আগস্টে শোক দিবস পালন করা নিয়ে। অবশেষে বাতিল করা হয় ১৫ আগস্টের সরকারি ছুটি। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলগুলো ১৫ ই আগস্ট এর শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ৩২ নম্বরে যেতে চাইলেও যেতে পারেনি। সকাল থেকেই ধানমন্ডির ৩২ অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরধী ছাত্র ও জনতা। ১৫ই আগস্ট ২০২৪ রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে ধানমন্ডী ৩২ নম্বরে যাওয়ার জন্য স্কয়ার হাসপাতাল জড়ো হয় । পরবর্তীতে বাঁধার মুখে তারা আর এগুতে পারেনি । তারপর সকাল ১০ ঘটিকায় বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানায় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করে।