Friday, November 22, 2024
Homeজাতীয়'ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়–খালেদা জিয়া

‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়–খালেদা জিয়া

বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া বলেছেন, ‘ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়– ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।’ দীর্ঘদিন পর বিএনপির সমাবেশে বক্তব্য দিয়েছেন দলের চেয়ারপরসন খালেদা জিয়া। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। বেলা ২টা ৩৮ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এই সমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করতে করতে সমাবেশস্থলে আসে।
হাসপাতাল থেকে খালেদা জিয়া বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দীকালে আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন। দোয়াও করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা।’
‘এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র–তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।’ যোগ করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আদুনিক বাংলাদেশ নির্মাণে আমরা তরুণদের হাত শক্তিশালী করি।’
আজকের এই সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments