দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। একই সময়
আক্রান্ত হয়ে আরো ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। চলতি বছর সর্বশেষ দুইজনসহ এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য মতে,সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৪৭৮ জন, এক হাজার ৪৩৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।