Friday, November 22, 2024
Homeআন্তর্জাতিক খবরচারটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

চারটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে চারটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। এ পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে গত শনিবার কমলাকে আক্রমণ করেন ‘বামপন্থী’ ও ‘উন্মাদ’ বলে।

ট্রাম্প তাঁর বক্তব্যের শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর মূল্যস্ফীতি ডেকে আনার জন্য অভিযোগ শুরু করেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘মূল্যস্ফীতির’ বিষয়টিই দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে। মূল্যস্ফীতি নিয়ে কথা শুরু করলেও দ্রুতই ট্রাম্প কমলা হ্যারিসের হাসি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উপহাস শুরু করেন। একপর্যায়ে তিনি টাইম সাময়িকীর প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করেন। তিনি বলেন, কমলার চেয়ে প্রচ্ছদে তাঁকে বেশি সুন্দর দেখায়।

ট্রাম্পের উপদেষ্টা ও প্রচারশিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকেরাও এখন কমলার আকস্মিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। এতে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না। তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘অনেকেই আমাকে খারাপ ভাষা বলতে না করেন। বলেন, কাউকে নির্বোধ না বলতে। কেউ কেউ বলেন, তাঁকে উন্মাদ না বলতে। কিন্তু আমি তাঁদের বলি, সে যে তা-ই। সে তো উন্মাদ।’

গত ২১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রার্থী হিসেবে সরে যাওয়ার পর নাটকীয়ভাবে হোয়াইট হাউসের প্রতিদ্বন্দ্বিতার গতি বদলে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments