Friday, November 22, 2024
Homeআইন অপরাধমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মো. আমজাদ হোসাইনকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছ। জব্দ করা হয়েছে ৫০ হাজার টাকা। রোববার রামু থানার ওসি (তদন্ত) ইমন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি (তদন্ত) ইমন চৌধুরীো জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মো. আমজাদ হোসাইনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। একইসঙ্গে ৫০ হাজার নগদ টাকা মিলেছে। এ বিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। ো
রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামাই। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments