সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে লুকিয়ে আছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই হোটেলটির সামনে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেলের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া বলেন, হোটেলে শামীম ওসমানের থাকার খবরটি সম্পূর্ণ গুজব। তার দাবি, হোটেলে লুটপাট চালাতে একটি সংঘবদ্ধ চক্র হোটেলের সামনে অবস্থান নেন।
গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন একটি পাঁচতারকা রিসোর্ট, যা কিনা সুনামের সাথে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিকে ও পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করেছে। কিছু মহল বিচার বিবেচনা না করেই উস্কানিমূলক কিছু পোস্ট ছড়িয়ে দিয়েছে, যা কিনা পর্যটন খাত তথা এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য যথেষ্ট।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার পালাতে গিয়ে রাতে গ্রেপ্তার হন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। তার কয়েকদিন আগে গ্রেপ্তার হন সাবেক পররাষ্টমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক তথ্যপ্রতিমন্ত্রী পলক। এছাড়া আরো অনেকে দেশ থেকে পালানোর চেষ্টা করলে তাদেরকে এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়।