Friday, November 22, 2024
Homeঅর্থনীতিবুধবার খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা

বুধবার খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা

জাগরন অর্থনীতি ডেক্স:  বুধবার ৭ আগস্ট খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামী বুধবার ফ্যাক্টরি খোলা রাখার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রেক্ষাপটে ডাকা কারফিউয়ের কারণে ৫ আগস্ট সোমবার থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সে সময় জানা হয়নি কবে নাগাদ কারখানা খোলা হবে। এর আগে দিন ৪ আগস্ট ছাত্রদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এ সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওইদিনই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর আইএসপির সব সরকারি প্রতিষ্ঠান, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নির্দেশনা জারি করে। আজ বিজিএমইএ বোর্ড সিদ্ধান্ত নেয় বুধবার থেকে সব তৈরি পোশাক কারখানা খোলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments